নিউ ইয়ার উপলক্ষ্যে অনলাইনে অবমুক্ত হলো শাকিব খান এবং ববি অভিনীত 'নোলক' চলচ্চিত্রের স্থিরচিত্র। ইতিমধ্যে এই স্থিরচিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। শাকিব খান ভক্তদের মতে এটি তাদের জন্য নতুন বছরের উপহার।
নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল ‘নোলক’। এরপর শাকিব খানের একক ও শাকিব-ববির কয়েকটি লুক প্রকাশের পর মাতামাতি হয়। মাঝখানে থেমে ছিল নোলকের শুটিং। ছবির নির্মাণ শুরু করেছিলেন রাশেদ রাহা। অর্ধেক কাজ শেষের পর তাকে বাদ দিয়ে প্রযোজক সনেট নিজেই ছবির বাকি অংশের কাজ শেষ করেন।খুব শীঘ্রই এই ছবির মুক্তির তারিখ ঘোষনা করা হবে বলে জানা যায়।
No comments:
Post a Comment