এই মাসে শুরু হচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার নতুন চলচ্চিত্রের কাজ। এর আগেও যৌথ প্রযোজনার কয়েকটা ছবি করলেও এবার একটু ব্যতিক্রম। কারন এবার শাকিব খান কাজ করতে যাচ্ছেন কলকাতার প্রভাবশালী প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ এর সাথে। এরমধ্যে চূড়ান্ত হয়ে গেছে ছবির পরিচালক এবং শাকিবের নায়িকা।
নাম না ঠিক হওয়া এই ছবিটি পরিচালনা করবেন রাজিব বিশ্বাস। প্রথম থেকে জানা গেছে ছবিতে শাকিব খানের বিপরীতে কলকাতার দুই নায়িকা অভিনয় করবে। এরমমধ্যে কিছু দিন আগে ঘোষণা করা হয় ছবির এক নায়িকা সায়ন্তিকার নাম। এর মধ্যে জানা গেছে ছবির আরেক নায়িকা হচ্ছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।
এর আগে শাকিব খান স্বস্তিকা, শ্রাবন্তী, এবং শুভশ্রীর সাথে অভিনয় করলেও প্রথমবারের মত এই দুই নায়িকার সাথে দেখা যাবে। এই মাসের শেষের দিকে ছবির কার্যক্রম শুরু হবে বলে জানা যায়। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র।
No comments:
Post a Comment