সম্প্রতি যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'নবাব' এর শুটিং শেষ করে দেশে ফিরেছেন ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খান। মাঝে খানে কয়েকদিন বিশ্রাম নিয়ে আবারো শুরু করেছেন দেশের ছবি 'অহংকার' শুটিং। আজ থেকে এফডিসিতে শুরু হয়েছে এই ছবির দৃশ্য ধারনের কাজ। বরাবরের মত এই ছবিতেও শাকিব খানকে ভিন্ন লুকে দেখা গেছে।
শাহাদত হোসেন লিটনের পরিচালনায় অহংকার ছবির মাধ্যমে এই বছরে প্রথম দেশী ছবির জন্য ক্যামরার সামনে দাঁড়ালেন শাকিব খান। এছাড়াও দেড় মাস পর বুবলিও শুরু করলেন নতুন ছবির শুটিং। ছবিতে বুবলিকে একজন অহংকারী মেয়ের চরিত্রে দেখা যাবে। আর শাকিব খানকে দেখা যাবে টেক্সী ড্রাইভারের ভূমিকায়। শাকিব-বুবলি ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে চিকন আলী, নতুন, আফজাল শরীফ সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীকে।
No comments:
Post a Comment