বাংলাদেশের চলচ্চিত্রে যখন অশ্লীলতার জোয়ার বইছে ঠিক সেই সময় ডিপজলের নিজস্ব প্রডাকশন হাউজ থেকে শাকিব খানকে নিয়ে নির্মিত হয় 'কোটি টাকার কাবিন'। এক ছবিতে বাজিমাৎ করে দিলেন শাকিব-ডিপজল জুটি। সেই সাথে চলচ্চিত্রে আসে নতুন জোয়ার। শুধু তাই নয় সেই সাথে ইন্ডাস্ট্রি পায় নতুন নায়িকা অপু বিশ্বাসকে। ডিপজল-শাকিব এক হয়ে চাচ্চু, দাদীমা, পিতার আসন, মায়ের হাতে বেহেস্তের চাবি সহ বেশ কিছু সুপারহিট ছবি উপহার দেয়। এই ছবি গুলোর মাধ্যমে ইন্ডাস্ট্রি নতুন প্রাণ ফিরে পায়।
এরপর ডিপজল গ্রেফতার হলে ভেঙ্গে যায় শাকিব-ডিপজল জুটি। ডিপজল জেল থেকে বের হয়ে নিজে প্রধান নায়ক হয়ে বেশ কিছু ছবিতে অভিনয় করেন।তারপর আবারো বিরতিতে চলে যান। সম্প্রতি আবারো ফিরে আসার ঘোষণা দিয়েছেন ডিপজল।
এবার নতুন খবর হচ্ছে, ডিপজলের প্রযোজনায় এই ছবির নায়ক-নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। শাকিব খানের পরে বাপ্পিকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা এখন 'টক অব দ্যা ইন্ডাস্ট্রি'। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন ছটকু আহমেদ। খবরটি নিশ্চিত করেছেন বাপ্পি। আর ছবিতে বাপ্পির নায়িকা থাকছেন অমৃতা খান।
বাপ‘আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ছবির মহরত হবে সাভারের ফুলবাড়িতে ডিপজল এর নিজস্ব শুটিং হাউজে। আর পহেলা জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়। এখন দেখার বিষয় ডিপজল-শাকিব জুটির মত ডিপজল-বাপ্পি জুটি কতটা জমাতে পারে।
No comments:
Post a Comment