যৌথ প্রযোজনার ছবি 'শিকারি'তে শাকিব খানের সাথে জুটি বেঁধেছিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। শিকারি'র আকাশছোঁয়া সাফল্যের পর শাকিব খান জুটি বাঁধেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর সাথে। সম্প্রতি এই জুটি কাজ শুরু করেন 'নবাব' নামের একটি ছবিতে। বর্তমানে কলকাতার বিভিন্ন লোকেশনে চলছে নবাব এর শুটিং।
এবার কলকাতার আরেক জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের সাথে আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের এই নাম্বার ওয়ান নায়ক। শাকিব-কোয়েল জুটির এই সিনেমার নাম বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘বিদ্রোহী’ নামে নিবন্ধিত রয়েছে।
ছবির কাহিনী এবং চিত্রনাট্য তৈরি করছেন আব্দুল্লাহ জহির বাবু। কলকাতার রাজিব বিশ্বাস ও বাংলাদেশের র্নিমাতা আবদুল আজিজ-এর পরিচালনায় নির্মীত হবে যৌথ প্রযোজনার এই চলচ্চিত্র । বাংলাদেশ থেকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে তিতাস কথাচিত্র এরই মধ্যে চূড়ান্ত হলেও ভারতের অংশের প্রযোজক কে থাকছেন এখনও ঠিক হয়নি।
No comments:
Post a Comment