ঈদের আগে সবগুলো ছবি আলোচনায় থাকলেও ঈদের পরে এগিয়ে আছে শাকিব খান। তবে হল দখলে শ্যুটার এগিয়ে থাকলেও দর্শকের পছন্দ বসগিরি।অনেকের মতে ঝকঝকে প্রিন্ট আর গানের কারনেই 'বসগিরি' পছন্দের মূল কারন। ঈদের দিন থেকে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে হল গুলোতে। অন্যদিকে শ্যুটার এর প্রযোজনা প্রতিষ্ঠানের দাবী হল বুকিং বাবদ তারাই সবছেয়ে বেশি পুঁজি ফেরত আনতে সক্ষম হয়েছে।
শ্যুটার এবং বসগিরি দুটি ছবিতে শাকিব খানের বিপরিতে অভিনয় করেছেন নবাগতা বুবলি। শ্যুটারে তার চরিত্রের ব্যাপ্তি কম হলেও বসগিরি দিয়ে তিনি বেশ আলোচনায় আছেন। শ্যুটার পরিচালনা করেছেন রাজু চৌধুরী আর বসগিরি'র নির্মাতা শামীম আহমেদ রনি।
ঈদে বসগিরি এবং শ্যুটার ছাড়াও মুক্তি পায় পরিমনি এবং নবাগত রোশান অভিনীত 'রক্ত'। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। এদিকে রক্ত ভালো ব্যবসা করছে বলে জাজের ফেসবুক পেইজ থেকে দাবী করা হয়।
No comments:
Post a Comment