শাহরিয়ার নাঈম:ঢালি২৪.কম
বলিউড অথবা টলিউডের হিরোদের দেখা যায় বিরতি দিয়ে পরিবর্তন হচ্ছে। কিন্তু ঢালিউডের সুপারস্টার শাকিব খান তো কিছুদিন পরপর পরিবর্তন হন।আজ এক ছবির শুটিং এ দেখলেন এক রকম আবার কাল অন্য ছবির শুটিং এ দেখলেন অন্যরকম। আজ দেখলেন খোঁচা খোঁচা দাড়ি এবং চুল বড় বড় আবার আগামীকাল দেখবেন ফ্রেশ লুক আর চুল ছোট ছোট। আসলে একেই বোধ হয় সুপার স্টার বলা হয় যিনি দর্শকদের চাহিদা অনুযায়ী তার সব কিছু পরিবর্তন করে থাকেন।
তার পরিবর্তনের বিশেষ কিছু ধাপ দেখা গেছে শিকারি, সম্রাট, মেন্টাল ছবিতে। এদিকে বসগিরি, শুটার ছবিতেও এনেছেন ভিন্ন ধরনের লুক। ঢালিউড সংশ্লিষ্টরা তো বলেই থাকেন যে পরিবর্তন শাকিবের নিয়মিত সঙ্গী।