শাহরিয়ার নাঈম:ঢালি২৪.কম
আগামী ঈদে মুক্তি পাচ্ছেনা জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ এর যৌথ প্রযোজনার ছবি রক্ত।
ঈদুল ফিতরকে কেন্দ্র করেই নির্মাণ করা হচ্ছিল রোশান ও পরিমনি জুটির এ ছবিটি। কিন্তু
সময় মত শুটিং শেষ করতে না পারায় ছবিটি মুক্তি দেওয়া যাচ্ছে না এমনটাই জানালেন জাজ মাল্টিমিডিয়া। এদিকে ছবির ট্রিজার ও একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত "ডানাকাটা পরি"শিরোনামের গানটি ইতিমধ্যে এক নতুন রেকর্ড গড়েছে। মাত্র ২৪ ঘন্টায় ৩,৪০,০০০ বার দেখা হয় গানটি। যা অন্য সব গানকে ছাড়িয়ে গেছে। বিগ বাজেটের এই ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিটিতে আরো অভিনয় করছেন - ফেরদৌস, অমিত হাসান, আশিস বিদ্যার্থী প্রমুখ।
ঈদে রক্ত মুক্তি না পেলেও জাজ অনুসারীদের হতাশ হবার কারণ নেই কারণ, রক্ত মুক্তি না পেলেও মুক্তি পাচ্ছে তাদেরই প্রযোজনাই নির্মিত আরেকটি যৌথ প্রযোজনার ছবি "প্রেম কি বুঝিনি"। যার কেন্দ্রিয় অভিনয় করছেন ওপার বাংলার ওম এবং শুভশ্রী।বিশেষ সূত্রে জানা যায় ছবিটির ৮০ ভাগ কাজ করা হয়েছে লন্ডনে। অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সেন্সরবের্ডে জমা দেওয়া হবে ছবিটি।
No comments:
Post a Comment