১৯৯৯ সালে চলচ্চিত্রে এলেও ২০০৬ সাল থেকে নিজেকে 'অপরিহার্য' তারকার আসনে বসান শাকিব খান। ইন্ডাস্ট্রিকে উপহার দেন একের পর এক হিট-সুপার হিট ছবি। অনেকবার গুজব উঠেছিলো এবার শাকিব খানের দিন শেষ। কিন্তু সেই গুজবকে সত্যি হয়ে উঠতে দেয়নি ঢালিউডের এই নাম্বার ওয়ান তারকা। সবসময় যেমন আলোচনায় থেকেছেন ঠিক তেমন টুকটাক সমালোচনা হয়নি তা কিন্তু নয়। কিন্তু তাতে শাকিব খানের তেমন ক্ষতির মুখোমুখি হয়তে হয়নি। শাকিব খান নিয়ে একটা শ্রেনীর নাক সিটকানি সবসময় ছিলো। অনেকের অভিযোগ ছিলো শাকিব খান সব শ্রেনীর মানুষের নায়ক হয়ে উঠতে পারেনি।
কিন্তু এবারের বিষয়টা ভিন্ন শাকিব খানের জন্য। ঈদে শাকিব খান অভিনীত তিনটি ছবি মুক্তি পাবে। যথাক্রমে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'সম্রাট' শামীম আহমেদ রনি পরিচালিত 'রানা পাগলা দি মেন্টাল' এবং যৌথ প্রযোজনার ছবি 'শিকারি'। তিনটি ছবি এই মুহূর্তে আলোচনার শীর্ষে অবস্থান করছেন। সম্ভবত এবারের চিত্র ভিন্ন। তিনটা ছবিতে শাকিব খানকে নতুন নতুন লুকে দেখা গেছে। ইতিমধ্যে তিনটা ছবির গান এবং ট্রেলার মুক্তি পেয়েছে। যা সব শ্রেনীর দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কিছু কিছু গান ইতিমধ্যে ইউটিউবে রেকর্ড পরিমাণ দেখা হয়ে গেছে।এরমধ্যে অরজিত সিংয়ের গানেও ঠোট মিলাতে দেখা গেছে শাকিবকে। সব মিলিয়ে অনলাইন এবং অনলাইনের বাহিরে এখন একমাত্র আলোচিত নাম শাকিব খান।
এবারের ঈদে সর্বমোট চারটি ছবি মুক্তি পাবে। তারমধ্যে তিনটির নায়ক শাকিব খান। একটি ছবির নায়ক ওপার বাংলার জিত। কিন্তু কাকরাইল ঘুরে দেখা যায় হল মালিকদের কাছে শাকিব খানের চাহিদা আকাশচুম্বী। তিনশোর অধিক হল দখল থাকবে শাকিব খানের।
এই ছবি গুলোতে শাকিব খানের নায়িকা হিসাবে দেখা যাবে অপু বিশ্বাস, তিশা, অপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এছাড়াও আঁচল এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শীকে দেখা যাবে শাকিবের বিপরিতে।
No comments:
Post a Comment