শাহরিয়ার নাঈম:ঢালি২৪.কম
গতকাল শুক্রবার কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। মূলত তিনি কলকাতায় গিয়েছেলেন পশ্চিমবঙ্গে তার মুক্তি প্রতিক্ষিত ছবি শিকারির প্রচারনার উদ্দেশ্যে।আগামী ১২ই আগষ্ট ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে এ ছবিটি। ওপার বাংলার বিভিন্ন মাধ্যম দ্বারা ছবির প্রচারণা শেষে গতকাল রাতে ঢাকায় ফিরেছেন তিনি।
ঢাকায় ফিরে পুনরায় ব্যাস্ত হয়ে পড়েছেন তিনি।
পরিচালক সূত্রে জানা যায় আজ শনিবার থেকে ‘শুটার’ ছবির শুটিং শুরু
করেছেন শাকিব খান। ‘শুটার’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক রাজু চৌধুরী। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগতা নায়িকা বুবলি।বেলা ১২ টা থেকে আফতাবনগর ও বি এফ ডি সিতে শুটিং করেন শাকিব খান।
কলকাতা থেকে ফিরে বিশ্রাম নিতে চাইলেও ছবির পুরো ইউনিট প্রস্তুত থাকায় আজ থেকেই শুটিং শুরু করেন তিনি।
অন্যদিকে ‘শিকারি’ ছবির জন্য এরই মধ্যে
পশ্চিমবঙ্গের ১৩০টি হল বুকিং দেওয়া হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম ছাড়াও ‘শিকারি’ ছবিটি মুক্তি পাবে কানাডা, উত্তর আমেরিকা, লন্ডনসহ বেশ
কয়েকটি দেশের সিনেমা হলে।
গত ৭ জুলাই ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত চলচ্চিত্র ‘শিকারি’।বাংলাদেশে ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে।
No comments:
Post a Comment