শাহরিয়ার নাঈম:ঢালি২৪.কম
আগস্ট মাসেই মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ছবি আড়াল। এবার ঈদুল ফিতর এ ঢালিউডে মুক্তি পেয়েছে চারটি ছবি।।এখন সবার আগ্রহ ঈদুল আযহাকে কেন্দ্র করে। জানা গেছে এবার ঈদের ছবিকে কেন্দ্র করে অনেক নতুন দর্শক তৈরি হয়েছে। অনেকেই নতুন করে হলমুখি হচ্ছেন। কিন্তু এ দর্শক ধরে রাখার জন্য প্রয়োজন ঈদুল আযহার আগে আরেকটি ভালো মানের ছবি মুক্তি দেওয়া। তাই অনেক প্রযোজকই চাচ্ছেন এ সময় তাদের ছবি মুক্তি দিয়ে দর্শক ধরে রাখতে। ছবি মুক্তি দেওয়ার সেই দৌড়ে আয়নাবাজি, এক পৃথিবী প্রেম,নিয়তি ছবির পাশাপাশি নতুন করে যোগ হল আড়াল ছবি।
বিশেষ সূত্রে জানা যায় আগামী মাসেই ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্ততি নিচ্ছেন ছবির সংশ্লিষ্ঠরা।
ত্রিভূজ চলচিত্র প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন শাহেদ চৌধুরী।
ছবটিতে অভিনয় করছেন শাহরিয়াজ, বিপাশা কবির, আচঁল, আলিরাজ, মিজু আহমেদ সহ আরো অনেকে।
No comments:
Post a Comment