বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। পর্দায় তিনি ভয়ংকর হলেও বাস্তব জিবনে ভদ্র, নম্র গূণের অধিকারী একজন মানুষ। শুধু নায়ক নয় মিশার নামেও দর্শক ছুটে আসে প্রেক্ষাগৃহে। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকবার ছোট পর্দায়ও দেখা গেছে তাঁকে। কখনো নাটকে, বিজ্ঞাপনে অথবা সাক্ষাতকারে।
এবার তাঁকে ছোট পর্দায় একটু ভিন্নভাবে দেখা যাবে। তিনি এবার বলবেন রুপ চর্চার গল্প। মাছরাঙা টিভির সৌন্দর্যচর্চা বিষয়ক অনুষ্ঠান 'স্যান্ডালিনা রূপ কথা'য় আজকের পর্বে দেখা যাবে এই অভিনেতাকে। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে রাত ৯ টা ২০ মিনিটে। উপস্থাপনা করবেন জনপ্রিয় টিভি অভিনেত্রী অপর্ণা ঘোষ।
No comments:
Post a Comment