শাহরিয়ার নাঈম:ঢালি২৪.কম
ঢালিউডের জনপ্রিয় আইটেম কন্যা বিপাশা কবির।২০১২ সালে ভালোবাসার রং নামক ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। ভালোবাসার রং ছবির "প্রেম রশিয়া হবো কেমনে " শিরোনামের গানে পারফর্ম করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।তার পর থেকে পেছনে ফিরে তাঁকাতে হয়নি তাকে।এই অল্প সময়ে চল্লিশটিরও বেশি ছবিতে আইটের্ম কন্যা হিসেবে কাজ করেছেন। বর্তমানে ঢালিউডে তার জনপ্রিয়তা অনেক। অল্প কিছু সময়ের মধ্যেই পেয়েছেন দর্শকদের ভালোবাসা। দর্শকরা যেনো তাকে ছাড়া আইটেম কন্যা ভাবতেই পারেন না।
শুধু আইটেম থাকেননি সে। ইতিমধ্যে একটি ছবিতে একক নায়িকা হিসেবেও অভিনয় করেছেন।
সাইমন তারিক পরিচালিত গুন্ডামি ছবিতে শাহরিয়াজের সাথে জুটি বেধে অভিনয় করে আলোচনায় এসেছেন বিপাশা কবির। দর্শকরাও তাকে একক নায়িকা হিসেবে গ্রহণ করেছেন। মাঝে কয়েকদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও আবার বড় পর্দায় ফিরছেন তিনি। তবে নায়িকা হয়ে নয় আইটেম কন্যা হিসেবেই।
সাইমন সাদিক ও মিষ্টি জান্নাত অভিনীত "তুই আমার" ছবির একটি আইটেম গানে দেখা যাবে তাকে। বিপাশা কবির ঢালি২৪ কে বলেন 'আসলে এই মুহূর্তে আইটেম গানে পারফর্ম করার কোন প্ল্যান আমার ছিলোনা। এ ছবিতে কাজ করার প্রধান উদ্দেশ্য আমার প্রিয় বন্ধু মিষ্টি জান্নাতের অনুরোধ। মিষ্টি আমার অনেক প্রিয় বন্ধু সে বললো আর, আমিও না করতে পারিনি।এছাড়া এই ছবির অন্যান্য কলাকুশলীরাও আমার পছন্দের। সাইমনের সাথেও আমার বন্ধুর মত সম্পর্ক।সব কিছু বিবেচনা করে রাজি হলাম। আশা করছি ভালো একটা কাজ হবে"
তুই আমার ছবিতে অভিনয় করছেন সাইমন, মিষ্টি জান্নাত,বিপাশা কবির,চিকন আলি সহ আরো অনেকে। ছবিটা পরিচালনা করছেন সজল আহমেদ।
No comments:
Post a Comment