কক্সবাজারে রোমান্সে মেতে উঠেছেন বাপ্পি চৌধুরী এবং বিদ্যা সিনহা মিম। তবে বাস্তবে নয় কক্সবাজারে চলছে অনন্য মামুনের পরিচালনায় নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’ এর শুটিং। তৃতীয় বারের মত তারা আবারো জুটি বাঁধলেন বাপ্পি এবং মিম। এর আগে এই জুটি সুইটহার্ট এবং দাগ নামের দু'টি ছবিতে অভিনয় করেন। সুইটহার্ট মুক্তি পেলেও মুক্তির অপেক্ষায় আছে দাগ।
এই ছাড়াও ছবিটিতে বাপ্পি-মিম জুটির পাশাপাশি আরো অভিনয় করবেন অভিনেত্রী দিপালী আক্তার তানিয়া ও নবাগত নায়ক জন। একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির ক্যামেরা চালু হয় কক্সবাজারে। আর এতে অংশ নেন জন-দিপালী। জন এর আগে দুইটি ছবির কাজ শুরু করলেও দীপালির সঙ্গে প্রথম জুটি বেঁধে ছবিটিতে অভিনয় করছেন।
No comments:
Post a Comment