সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেইজ খোলা এখন তারকাদের জন্য একটা ফ্যাশন হয়ে গেছে। শুধু ফ্যাশন বললে ভুল হবে ভক্তদের সাথে যোগাযোগ নিজের কাজের খবরা খবর থেকে প্রচার প্রচারণার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠছে ফেসবুক পেইজ। বাংলাদেশের প্রায় প্রধান সারীর তারকাদের নিজের ফেসবুক পেইজ রয়েছে। কেউ নিজেই চালায় আবার কেউ নিজস্ব কাউকে এডমিন করে পোস্ট করেন নিয়মিত। আবার অনেক তারকার পেইজ ভক্তরাও চালানোর খবর শোনা যায়।
কিন্তু ব্যতিক্রম মাহিয়া মাহি। ফেসবুকের অনেক তারকার মত মাহিয়া মাহির একটি ভেরিফাইড ফেসবুক পেইজ রয়েছে। কিন্তু মাহি নিজেই জানেনা তার পেইজ কে নিয়ন্ত্রণ করে। সম্প্রতি এই বিষয়ে আক্ষেপ করে একটাও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। সেখানে মাহি বলেন একসময় পেইজটি নিজেই চালাতেন মাহি। কিন্তু বছর খানেক ধরে কে চালাচ্ছে মাহি নিজেও জানেনা।
এছাড়াও মাহি নিজের পেইজ ফেরৎ পেতে এক্সপার্টদের হেল্পও খুঁজেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।
No comments:
Post a Comment