কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চটে আছেন শাকিব খানের উপর। আর শাকিব নেচে গেয়ে শ্রাবন্তীর রাগ ভাঙ্গানোর চেষ্টা করছে। কিছুতেই শ্রাবন্তীর রাগ ভাঙ্গাতে পারছেনা। কিন্তু শাকিব খান অনড়। যেভাবে হোক শ্রাবন্তীর রাগ ভাঙ্গাবেন শাকিব। পরিশেষে শ্রাবন্তীর রাগ ভাঙ্গছিলো কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। কারন এটি কোন বাস্তব ঘটনা নয় যৌথ প্রযোজনার ছবি শিকারি'র গানের শুটিংয়ে এই দৃশ্য গুলো দেখা গেছে। গত দুদিন ধরে লন্ডনের বিভিন্ন লোকেশনে চলছে যৌথ প্রযোজনার ছবি শিকারি'র শুটিং।
ছবিটির প্রথম লটের শুটিং হয়েছে কলকাতায়। বাংলাদেশেও কিছু দৃশ্যের শুটিং হয়েছে।লন্ডনে গানের শুটিং শেষ ক্যামেরা ক্লোজড হবে। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে। শিকারি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ।
No comments:
Post a Comment