শাহরিয়ার নাঈম|ঢালি২৪.কম
গতকাল গুলশান ২ এর ওয়েস্টিন হোটেলে হয়েগেলো শামীম আহমেদ রনির দ্বিতীয় ছবি বসগিরর মহরত। গতকালই প্রকাশ করা হয় বসগিরির নায়িকার নাম। বসগিরি ছবিতে শাকিব খানের সাথে অভিনয় করবেন ঢালিউডের নতুন মুখ শবনম বুবলি। মহরতে ছবির সকল কলাকুশলী সহ উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এমনকি সবার উদ্দেশ্যে বক্তব্যও দিয়েছেন তিনি।
তার সম্পর্কে শামীম আহমেদ রনি বলেন
'তিনি যা বলেন তাই করেন।তিনি দেখিয়েছেন চাইলে একজনই ঘুরিয়ে দিতে পারে একটি ইন্ডাস্ট্রি। আরো কিছু তাঁর ব্যাপারে আর বলার দরকারই নেই। কেননা সবাই তাঁর বিষয়ে জানে তিনি আব্দুল আজিজ ভাই। যতটুকু জানি, তিনি যে কোন অনুষ্ঠান এড়িয়ে চলার চেষ্টা করেন। আর অন্য কোন প্রযোজনা প্রতিষ্ঠানের ছবির অনুষ্ঠানে আসার কথাই উঠে না।আর গিয়ে থাকলেও বক্তব্য দেবার “নো ওয়ে”। তাঁর ভাষায়, স্টেজে উঠলে নাকি তাঁর হাত-পা কাঁপে।সে যাই হোক, তিনি এসেছিলেন খান ফিল্মস এর বসগিরির অনুষ্ঠান শুধু আসেনিনি, বক্তব্যও রেখেছেন... যেটুকু কথা বলেছেন মন্ত্রমুগ্ধের মতো আমি শুনেছি বসগিরি কে তিনি বলেছেন আমার শত্রুর ছবি কারণ কোরবানী ঈদে তাঁর প্রযোজিত রক্ত মুক্তি পাবে দ্বিধাহীন কন্ঠে বলেছেন, শত্রু ছবিকে আমি সহযোগীতা করছি কারন লড়াই শক্তিশালী শত্রুর সাথে হওয়া উচিত বসগিরি একটি ভালো গল্পের ছবি হবে এই কথাটি তিনি বলেছেন।বলতে পেরেছেন এই কারনে যে, বসগিরির গল্প/লাইন-আপ সহ চিত্রনাট্য পর্যন্ত তিনি সরাসরি জড়িত ছিলেন। এমনকি ছবির নামকরনেও তাঁর ভূমিকা রয়েছে আমরা যখন বসগিরি নামটি কিভাবে গল্পের সাথে যায় এটা ভাবতে ভাবতে হিমশিম খাচ্ছিলাম, তখন তিনি কয়েক সেকেন্ড ভেবেই সমস্যার সমাধান করে দিয়েছিল। আগামীতেও তাঁর সহযোগীতা পাবো বলে আশা করছি।
গত ৫ই মে থেকে শুরু করে একটানা শুটিং চলছে বসগিরি ছবির। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বুবলি।
খান ফিল্মস এবং উম্মে নাহার রুমী চৌধুরী প্রযোজিত ছবিটিতে আরো অভিনয় করছেন মাজনুন মিজান,সাদেক বাচ্চু,মিজু আহমেদ, চিকন আলী সহ আরো অনেকে।
No comments:
Post a Comment