আগামী ১৮ মার্চ মুক্তি পাচ্ছে নীরব ও তানহা তাসনিয়া জুটির প্রথম ছবি 'ভোলা তো যায়না তারে' এক নজরে দেখে নিন ছবিটির পোস্টার ট্রেলার সহ খুঁটিনাটি।রফিক শিকদার পরিচালিত ছবিটিতে নীরব, তানহা ছাড়াও আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। এর বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ। প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। পরিবেশনায় টিওটি ফিল্মস।
ট্রেলার দেখুনঃ