জাজ মাল্টিমিডিয়া'র 'ভালোবাসার রং' দিয়ে শুরু হয়েছিলো বাপ্পী চৌধুরী এবং মাহিয়া মাহি'র পথ চলা। তারপর একে একে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে। তারপর একে একে অনেক গুলো ছবিতে চুক্তিবদ্ধ হয় এই জুটি। আলোচিত এই জুটির অন্য ছবিগুলো হচ্ছে ‘অন্যরকম ভালোবাসা’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘তবুও ভালোবাসি’।
শেষের দিকের ছবি গুলো ব্যবসায়ীক ভাবে সফলতা না পাওয়া এবং জাজ মাল্টিমিডিয়া মাহিকে নিয়ে যৌথ প্রযোজনার দিকে ঝুঁকে যাওয়ায় এই জুটির ইতি ঘটে। তবে আসার কথা দীর্ঘদিন পর আবারো বড় পর্দায় আসছে এই জুটি। ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে এই জুটির নতুন ছবি 'অনেক দামে কেনা'। ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। এই ছবিতে বাপ্পী, মাহি ছাড়াও অভিনয় করবেন ডিপজল। এই ছবির মাধ্যমে ডিপজলকেও দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে।
‘অনেক দামে কেনা’র গল্পে দেখা যাবে, ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানায় ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে ওঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার সম্পর্কের কথা। ‘সিটি লাইটস’ ছবিটির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু।
No comments:
Post a Comment