এবার রাজু চৌধুরী পরিচালিত 'শুটার' ছবিতে অভিনয় করবেন হালের আলোচিত নবাগত নায়ক শাহরিয়াজ। সম্প্রতি তিনি এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে শাহরিয়াজ ছাড়াও অভিনয় করবেন সুপারস্টার শাকিব খান এবং নায়ক রাজ পুত্র সম্রাট। এটি শাকিব খান এবং শাহরিয়াজের দ্বিতীয় ছবি। এর আগে বুলবুল বিশ্বাস পরিচালিত 'রাজনীতি' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ।
ছবিতে তিন ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, উজ্জ্বল, ডি জে সোহেল ও জাদু আজাদ প্রমুখ। মার্চ মাসেই এ ছবির শূটিং শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে। এছাড়াও আগামী ১১ মার্চ মুক্তি পাবে শাহরিয়াজ অভিনীত নতুন ছবি 'গুন্ডামী' এই ছবিতে শাহরিয়াজের নায়িকা হিসাবে দেখা যাবে আলোচিত আইটেম কন্যা বিপাশা কবীর। শাহরিয়াজ বর্তমানে ‘অ্যাডিকশন’ ও ‘ফিফটি ফিফটি লাভ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
No comments:
Post a Comment