রেল ষ্টেশনে চলছে শাকিব খান অভিনীত 'শুটার' ছবির দৃশ্য ধারনের কাজ। আজ ঢাকার কমলা রেল ষ্টেশনের আশেপাশে চলছে এই ছবির প্রথম দিনের কাজ। এর আগে ছবিটির মহরৎ অনুষ্ঠিত হয়। শাকিব খান ছাড়াও শুটিংয়ে অংশ নেন আরেক জনপ্রিয় অভিনেতা শাহ রিয়াজ। কমলাপুর ষ্টেশন ছাড়াও ঢাকার বিভিন্ন লোকেশনে চলবে এই ছবির বেশ কিছু অংশের চিত্র ধারন। ১৩ তারিখ পর্যন্ত এই ছবির শুটিংয়ে অংশ নিবেন শাকিব খান।
অ্যাকশনধর্মী সিনেমাটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। একজন মাস্তানের সুস্থ জীবনে ফিরে আসা ও টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত হচ্ছে ‘শুটার’।
শাকিব-অপু ছাড়া এ ছবিতে অভিনয় করবেন শাহ রিয়াজ এবং সম্রাট। ছবিটি পরিচালনা করছেন রাজু চৌধুরী। ইকবাল হোসেন প্রযোজিত সিনেমাটিতে গান রয়েছে পাঁচটি। লিখেছেন সুদীপ কুমার দীপ।
No comments:
Post a Comment