তরুন অভিনেতা জয় চৌধুরী। ইতিমধ্যে ঢালিউডের নতুনদের মধ্যে আলোচনায় নাম লিখিয়েছেন তিনি। যার শুরুটা ছিলো এফ আই মানিক এর হাত ধরে। প্রথম ছবিতে সহ শিল্পী হিসাবে পেয়ে যান ডিপজলের মত অভিনেতাকে। ছবির নাম ছিলো ছিল এক জবান। ২০১২ সালের কুরবানীর মুক্তি পায় এই ছবিটি। তারপর কিছুদিন বিরতি দিয়ে আবারো ফিরে আসেন ওয়াজেদ আলী সুমনের হিটম্যান দিয়ে। ২০১৪ সালের কুরবানির ঈদে মুক্তিপায় ছবিটি। আলোচিত এই ছবি দিয়ে মূলত দর্শকদের নজরে আসে এই অভিনেতা। এই ছবিতে তার নায়িকা ছিলো শিরিন শিলা।এরপর একে একে মুক্তি পায় আজব প্রেম, এ কিউ খোকনের ভালোবাসলে দোষ কি তাতে ,চিনিবিবি,ক্ষনিকের ভালোবাসা ইত্যাদি ছবি গুলো।
সম্প্রতি আবারো আলোচনায় এসেছেন জয় চৌধুরী। বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম গুণী পরিচালক মালেক আফসারীর ছবিতে অভিনয় করছেন এই নায়ক। অন্তর জ্বালা নামের এই ছবিতে জয় চৌধুরীকে দেখা যাবে ভিন্ন লুকে। ইতিমধ্যে জয় চৌধুরীর এই লুক তার ভক্তরা দারুন ভাবে পচন্দ করেছে। জয় চৌধুরী ছাড়াও এই ছবিতে জায়েদ খানকেও দেখা যাবে।