সিনেমায় পাড়ায় একটা শব্দ প্রচলিত আছে, আর তা হলো যে ছবিতে শাকিব খান মিশা সওদাগর একসাথে অভিনয় করবেন সেই ছবি মুক্তির আগে হিট হওয়ার ৯০ ভাগ সম্ভবনা তৈরি হয়। নির্মাতাদের চোখে শাকিব খানের পরে যদি অন্য কোন সুপারস্টার থাকে সেটা হচ্ছে মিশা। শাকিব মিশা বলা যায় নায়ক-ভিলেন জুটি। দুজনের সম্পর্কটাও দারুন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একই প্যানেল থেকে নির্বাচনও করেছেন দুবার।
মুক্তির মিছিলে আছে শাকিব-মিশা জুটির মেন্টাল, সম্রাট, পাংকু জামাই, সহ বেশ কিছু ছবি।
No comments:
Post a Comment