এবার টেনিস খেলোয়াড় এর ভূমিকায় দেখা যাবে অপু বিশ্বাসকে। কালাম কায়সার পরিচালিত 'মা' ছবির জন্য তাঁর টেনিস খেলায় যোগ দেওয়া। ধানমন্ডির শেখ জামাল ক্লাব মাঠে টেনিস খেলোয়াড় অপু বিশ্বাসকে দেখা যায়। ছবিতে অপু বিশ্বাসের নায়ক হিসাবে দেখা যাবে শাকিব খানকে।
দুই মায়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ছবিটি। ছবিতে দুই মায়ের চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী আনোয়ারা এবং আফরোজা বানু। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্পও লিখেছেন পরিচালক কালাম কায়সার। ছবিটির চিত্রগ্রহণ পরিচালনা করেন আসাদুজ্জামান মজনু।শাকিব-অপু ছাড়াও ছবিটিতে অভিনয় করেন তানিয়া রিতু (নবাগত), আনোয়ার, মিজু আহমেদ, আফরোজা বানু, কমল পাটেকার, বাদলসহ আরো অনেকে।
No comments:
Post a Comment