‘আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার, কাছে কাছে থেকো চাই না কিছু আর’ নায়ক খসরু ও নায়িকার শাবানার বাদশাহ ছবির রোমান্টিক এই গানটি ৮০’র দশক থেকে শুরু করে জনপ্রিয় রোমান্টিক গানের তালিকায় এখন পর্যন্ত দাপটের সঙ্গে তার স্থান দখল করে আছে। মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক এই গানটিতে কন্ঠ দেন উমা খান ও প্রবাল চৌধুরী। গানটির সুরকার আলী হোসেন ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
এবার সেই গানটি নতুন করে ফিরিয়ে আনলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। উত্তম আকাশ পরিচালিত রাজা ৪২০ ছবিতে গানটি নতুন করে ব্যাবহার করা হয়েছে। গানটিতে খসরুর জায়গায় শাকিব খান এবং শাবানার জায়গায় পারফর্ম করেন অপু বিশ্বাস। আর উমা খানের কন্ঠ থাকলেও পুরুষ কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।
আগামী শুক্রবার সারাদেশে একযোগে ছবিটি মুক্তি পাবে। শাকিব খান অপু বিশ্বাস ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন এ ছাড়াও আছেন ওমর সানি, রুবিনা বৃষ্টি, অমিত হাসান, কাবিলাসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন গোধূলী ফিল্মস
No comments:
Post a Comment