ফেসবুকে অনিক আব্রাহাম নামের এক ব্যক্তি একটি ছেলে এবং একটি মেয়ের ঘনিষ্ঠ কিছু ছবি দিয়ে দাবী করেন ছবি গুলো বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরী মনি এবং তাঁর সাবেক স্বামীর। ছেলেটি দাবী করেন 'আমার বন্ধু ইসমাইল আর তার ওয়াইফ স্মৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রেরআলোচিত নায়িকা পরীমনি। এক সময় ভোলা সদরে থাকতো তার জামাইর (স্বামী) বাড়িতে। তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালসার দিকে। যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম'
এদিকে ছবি গুলো শেয়ার হওয়ার পর থেকে 'ভাইরাল' আকার ধারন করে। নিমিষে শেয়ার হয়ে যায় মানুষের ফেসবুক ওয়ালে। চলচ্চিত্র বিষয়ক গ্রুপ, পেইজ গুলোতে শুরু আলোচনা সমালোচনা। কেউ বলছে এটা পরীমনি না। আবার আরেক পক্ষ জোর দিয়ে বলছে এই মেয়েটা পরীমনি। একেক জনের একেকমত। এখন দেখার বিষয় সত্যটা কি। কোথাকার পানি কোথায় গিয়ে থামে।
No comments:
Post a Comment