রবিউল ইসলাম রিমন|ঢালি২৪.কম
২০১৬ সালের প্রথম গান হিসেবে মুক্তি পায় ভারতীয় হিপ হপ’ গায়িকা হার্ড কৌর ও প্রীতম আহমেদের গাওয়া নতুন গান ‘ ভাইয়া ’।
প্রীতম প্রেমীদের জন্য নতুন চমক হল রবিবার থেকে শুরু হয়েছে গানটির ভিডিও শ্যুটিং, তাও আবার সরাসরি বলিউডের বিখ্যাত ‘বোম্বে ব্রাদার্স স্টুডিও’তে।
বলিউডে নিয়মিত হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রীতম বলেন,এখন পর্যন্ত যে পরিমান সাড়া পাচ্ছি,তাতে নিয়মিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।আমার কথা,সুর, সংগীতে দেশে অনেকে অনেক গান গেয়েছে এখন অন্য দেশের অন্য ভাষার শিল্পীরাও গাইছে এটা আমার জন্যে আসলেই আনন্দের । সবাই আমার জন্য দোয়া করবেন যেন এদেশের নতুন শিল্পীদের জন্য অনেক গান করতে পারি।কেও কেও আমাকে স্বীকার করেছে,কেও কেও করেছে সুক্ষ রাজনীতি।নিজে যখন গান গাইতে গেছি সেটার বিরুদ্ধে অনেকে নানা রকম ষড়যন্ত্র করেছে।বাংলাদেশ,বিদেশ বলে কথা নয়,আমি সঙ্গীত দিয়ে সব সময় সেসবের জবাব দিয়েছি।সেটা হোক সামাজিক বক্তব্, হোক বিনোদন।
ভিডিওটির নির্দেশনা দিচ্ছেন বলিউড পরিচালক আইয়াজ খান। আর এতে তার সঙ্গে মডেল হিসাবে আছেন সেখানকার ২৫ জন নারী, যারা প্রত্যেকেই কাজ করেন বলিউড ইন্ডাস্ট্রিতে। তবে এ দুদিনের শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন না হার্ডকৌর।কারণ হিসাবে প্রীতম জানান, বলিউডে হার্ডকৌর খুবই ব্যস্ত একজন র্যাপার। তবে ভিডিওতে সেও থাকছে, যার শ্যুটিং আগেই হয়েছে। হার্ডকৌর ছাড়াই যখন শ্যুটিং তখনতো বলিউডের ‘বোম্বে ব্রাদার্স স্টুডিও’তে না করে ঢাকার ‘প্রিয়াঙ্কা শ্যুটিংস্পটে’ও করা যেত! সেখানে করার কারণ কী?
প্রীতম বলেন, ‘দেখুন এ গানটির দুটি ভার্সন করেছি। একটি বাংলা আরেকটি হিন্দি। এখন শ্যুটিং চলছে হিন্দি ভার্সনের। আমার টার্গেট বলিউড ইন্ডাস্ট্রি। সে জন্যই গানটির এমন ব্যয়বহুল ভিডিও করছি। ৪ ফেব্রুয়ারি এ গানটি ভিডিওসহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে বলিউড অনলাইন বাজারে। সে জন্যই এত বড়সড় আয়োজন।’
জানাগেছে গানটি সেখানে প্রকাশ করছে হাঙ্গামা ডটকম সহ বেশ কিছু বলিউড কেন্দ্রিক অনলাইন সংগীত মাধ্যম।
প্রীতম বলেন, ‘দেখুন এ গানটির দুটি ভার্সন করেছি। একটি বাংলা আরেকটি হিন্দি। এখন শ্যুটিং চলছে হিন্দি ভার্সনের। আমার টার্গেট বলিউড ইন্ডাস্ট্রি। সে জন্যই গানটির এমন ব্যয়বহুল ভিডিও করছি। ৪ ফেব্রুয়ারি এ গানটি ভিডিওসহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে বলিউড অনলাইন বাজারে। সে জন্যই এত বড়সড় আয়োজন।’
জানাগেছে গানটি সেখানে প্রকাশ করছে হাঙ্গামা ডটকম সহ বেশ কিছু বলিউড কেন্দ্রিক অনলাইন সংগীত মাধ্যম।
No comments:
Post a Comment